হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে বাসে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা, নারী নিহত 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর জিরো পয়েন্টে সিমেন্ট বহনকারী গাড়ির ধাক্কায় বাসযাত্রী আয়েশা আক্তার (২০) নামে এক পোশাকশ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন তাঁর স্বামী খায়রুল ইসলাম (২৫)। 

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। 

মৃত আয়েশার দূর সম্পর্কের মামা জহিরুল ইসলাম রাফি জানান, আয়েশার বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার চারবুনিয়া গ্রামে। বাবার নাম মোশারফ পেদা। স্বামী খাইরুল ইসলামকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় থাকতেন। সেখানে একই গার্মেন্টসে স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। আজ ভোরে গ্রাম থেকে ঢাকায় ফেরেন। এরপর সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহন বাসে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সিমেন্ট বহনকারী গাড়ি তাদের বাসটিতে ধাক্কা দেয়। এতে আয়েশা, তাঁর স্বামী খায়রুলসহ বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। পরে অন্য যাত্রীরা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আয়েশার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানার পুলিশ তদন্ত করছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭