হোম > সারা দেশ > ঢাকা

চুক্তিভিত্তিক রাইডশেয়ারিং ও অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর রাইডাররা অ্যাপসের মাধ্যমে না গিয়ে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন করছেন এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। এমন অবস্থায় নীতিমালা অমান্য করে যাঁরা এই সেবা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পক্ষ থেকে এসংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিআরটিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্রহণের জন্য সরকার রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭ করে দিয়েছে। নীতিমালা অনুযায়ী বিআরটিএ থেকে রাইড শেয়ারিং এনলিস্টমেন্ট সার্টিফিকেট গ্রহণ করে, রাইড শেয়ারিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদান এবং সমপরিমাণ ভাড়া আদায় করার শর্ত রয়েছে। তবে সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কতিপয় মোটরযানচালক ওই নীতিমালা ও শর্তাদি না মেনে চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন, যা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালার পরিপন্থী। এমন অবস্থায় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা লঙ্ঘন এবং চুক্তিভিত্তিক মোটরযান পরিচালনাসহ অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযান মালিক, মোটরযানচালক এবং সেবা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত যেকোনো অভিযোগ বিআরটিএর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং রাইড শেয়ারিং শাখায় জানানোর জন্য অনুরোধ করেছে সংস্থাটি। একই সঙ্গে অ্যাপস ছাড়া চুক্তিভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্রহণ না করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে বিআরটিএ। 

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন