করোনা পরিস্থিতির মধ্যেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকা। ডেঙ্গু ডেডিকেটেড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে বর্তমানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ‘এখনো পর্যন্ত মিটফোর্ড হাসপাতালে ১৬১ জন রোগী ভর্তি আছেন। আগামীকাল বিভিন্ন ওয়ার্ডে অবস্থানরত ডেঙ্গু রোগীদের একটি ওয়ার্ডে আনা হবে।’
মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ডা. বিভা আফরোজ বলেন, ‘প্রতিদিন ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এমন অবস্থা চলতে থাকলে হাসপাতালে চিকিৎসকের সংকট দেখে দেবে।’
শনির আখড়া থেকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিতে আসা বায়েজিদ (২৭) নামের এক রোগীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘যে বাড়িতে থাকি সেই বাড়ির চারপাশে ময়লা আবর্জনা দিয়ে ভরা। আবর্জনা পরিষ্কার করতে বললে বাড়িওয়ালা বাড়ি ছেড়ে চলে যেতে বলে।’