হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কলেজের পুকুরে ডুবে মারা গেল শিক্ষার্থী 

ঢামেক প্রতিবেদক

ঢাকা কলেজের সীমানার ভেতর পুকুরে ডুবে রাশেদুল হাসান ইমন (১৯) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি এবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেছিলেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে ঢাকা মেডিকেলে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী নুর আল কাওসার ও নাজমুল হুদা জানান, বৃষ্টির সময় তাঁরা কয়েকজন কেন্দ্রীয় মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের জানায় কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে গেছে। তখন পুকুর থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন তাঁরা।

এদিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘৬টা ২৫ মিনিটে ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থী ডুবে যাওয়ার খবর পাই। পরে আমাদের ডুবুরিরা সেখানে যান। তবে তাঁরা পৌঁছানোর আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইমনের বড় ভাই মো. মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘আমাদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। বর্তমানে রামপুরা বনশ্রী ৬ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থাকি। ইমন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করেছে। কলেজে ভর্তির চেষ্টায় ছিল। দুই ভাইয়ের মধ্যে ইমন ছিল ছোট।’

এক প্রশ্নের জবাবে মাহমুদুল হাসান বলেন, ‘ইমন কেন ঢাকা কলেজে গেছে আমার জানা নেই। তবে তার সেদিকে যাওয়ার কথা না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, সন্ধ্যার দিকে ঢাকা কলেজ থেকে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানান, পুকুরের পানিতে ডুবে যায়। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন