হোম > সারা দেশ > ঢাকা

ব্যাংক কর্মকর্তা সেজে কার্ড থেকে হাতিয়ে নেন টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংকের কর্মকর্তা সেজে মাস্টার ও ভিসা কার্ড ব্যবহারকারীদের কাছে ফোন দিয়ে তথ্য হালনাগাদের নামে পিন নম্বর নিয়ে নেন। এরপর গ্রাহকের কাছে ওটিপি কোড পাঠিয়ে কৌশলে আসল ওটিপি কোড সংগ্রহ করে বিকাশ অ্যাপের মাধ্যমে ‘অ্যাড মানি’করে টাকা হাতিয়ে নেয় একটি চক্র। 

চক্রের দুই সদস্যকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইম ইউনিট। 

তারা হলেন মো. রবিউল মিয়া এবং নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল এবং ১০টি সিম জব্দ করা হয়। যার অধিকাংশই ভুয়া ব্যক্তিদের নামে নিবন্ধিত। 

আজ শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান। 

তিনি বলেন, ভিসা ও মাস্টার কার্ড ব্যবহার করে অর্থ লেনদেন করে মানুষ। এই কার্ড ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাকড করে অর্থ হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্র। এ ধরনের কয়েকটি ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হলে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স টিম চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে দিনাজপুর থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙায় হলেও গ্রেপ্তার এড়াতে দিনাজপুরে বাসাভাড়া নিয়ে প্রতারণার কাজ করে। 

প্রতারণার কৌশল সম্পর্কের বিষয়ে তিনি বলেন, চক্রের এক সদস্য বিভিন্ন কার্ডধারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে অন্য আরেক সহযোগীর কাছে পাঠায়। এরপর তারা বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা সেজে কার্ড ব্যবহারকারীদের নম্বরে ফোন দেন। এ সময় তারা তথ্য হালনাগাদ, কার্ডের পিন নম্বর চার ডিজিটের পরিবর্তে ছয় ডিজিট ও মেইল আপডেট না করার কারণে কার্ড বন্ধ হয়েছে বলে জানান। অনেক গ্রাহকদের অ্যাকাউন্টে বড় অংকের ব্যালেন্স থাকায় তারা আতঙ্কিত হয়ে তাদের কথা অনুযায়ী কাজ করতে থাকেন। গ্রাহকদের পাঠানো ওটিপি কোড সংগ্রহ করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎ করে। গ্রেপ্তারদের রমনা থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আজাদ রহমান।

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

সেকশন