রাতের অন্ধকারে বইমেলায় কোনো লেখকের বই প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। প্রক্টর আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ও নিম্নমানের বই প্রকাশের লক্ষ্যে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, কিছু বই আছে যেগুলো রাতের অন্ধকারে মেলায় ঢোকে। এসব বই এবার ঢুকতে দেওয়া হবে না। এবার বইমেলার মিটিংয়ে আমি প্রস্তাব করেছি যে, একটি প্রবেশদ্বার দিয়ে সব ধরনের বই ঢুকবে, সেখানে আমাদের সার্ভিল্যান্স টিম থাকবে। তাহলে উদ্দেশ্যপ্রণোদিত ও নিম্নমানের বই ঠেকানো সম্ভব হবে।
প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বইমেলায় যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংঘর্ষিক ও উসকানিমূলক বই নিয়ে আসবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।