হোম > সারা দেশ > ঢাকা

ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই, শায়িত হলেন পাশাপাশি কবরে

শরীয়তপুর প্রতিনিধি

দুই ভাই পাশাপাশি কবরে শায়িত। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরে জাহাঙ্গীর শিকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তাঁর ছোট ভাই মোহাম্মদ আলী শিকদার (৪২)। আজ বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী ওই গ্রামের নুরুল হক শিকদারের ছেলে। আজ জোহরের নামাজের পর জানাজা শেষে এলাকার এতিমখানা কবরস্থানে দুই ভাইয়ের লাশ পাশাপাশি দাফন করা হয়।

তাঁদের ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ছয় ভাই। সবার মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর ভাই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। পরে তাঁর লাশ বাড়ি নিয়ে এসে আলী ভাইকে ফোনে এই খবর দিই। খবর শুনে তিনিও হার্ট অ্যাটাক করে মারা যান।’

কানন শিকদার আরও বলেন, ‘জাহাঙ্গীর ভাই পেশায় একজন বাসচালক ছিলেন। আলী ভাই ছিলেন কোরআনের হাফেজ। তিনি পাশের মাদারীপুরে একটি হাফেজি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।’

এ বিষয়ে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা ভোরে ওর লাশ বাড়িতে পৌঁছে দিই। কিছুক্ষণ পর জানতে পারি, তাঁর মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছে।’

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সেকশন