Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে এমপি ও পৌর মেয়রের সমর্থকদের সংঘর্ষে আহত ১০

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জে এমপি ও পৌর মেয়রের সমর্থকদের সংঘর্ষে আহত ১০

মুন্সিগঞ্জে সংসদ সদস্য ও পৌর মেয়র সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে নেতা-কর্মীরা আসার পথে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় আজ শুক্রবার বিকেলে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সংঘর্ষে আহতরা হলেন মেয়রের পক্ষের আব্দুল মালেক (৫০), মো. জামাল (৩৫), ফয়সাল সোহাগ (৩৮), রাসেল (২৬), সাদ্দাম (৩০), আফসার হোসেন (৫০), সুমন (৩৫), আবুল কালাম ও সালাউদ্দিন। তাঁরা সবাই গজারিয়া উপজেলার বাসিন্দা। আর সংসদ সদস্য পক্ষের আহত হন পৌর কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেন (৪৮)।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহরের প্রধান সড়কে আজ শুক্রবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সেই অনুষ্ঠানে যোগ দিতে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর নেতৃত্বে বিকেলে ১০-১৫টি ট্রলারে করে আসেন মেয়রের সমর্থক নেতা-কর্মীরা। তাঁরা ট্রলার থেকে নেমে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেনের এলাকা দিয়ে মিছিল করে অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন। সে সময় কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেন (স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তির সমর্থক হিসেবে পরিচিত) লোকজন নিয়ে মিছিলে বাধা দেন। তখন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ হয়। এতে মনির হোসেনসহ ৮-১০ জন আহত হন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম ফেরদৌস বলেন, সাতজন আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে হামলার পর পৌর মেয়রের সভায় আসা নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করছি। সে অনুষ্ঠানে আসা নেতা-কর্মীদের ওপর হামলা করেছে সংসদ সদস্য মৃণালের লোকজন। আমরা পুলিশ সুপারের কাছে এর বিচার চাই। এর বিচার না হলে, উচিত জবাব দেওয়া হবে।’ 

গজারিয়া উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা বলেন, ‘আমাদের ওপর হামলা, আমরা মেনে নেব না। মৃণাল কান্তি দাস গজারিয়ায় উপজেলায় কীভাবে যান তা দেখে নেব।’

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস বলেন, ‘তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গজারিয়ায় ছিলেন। হামলা, মারামারির বিষয়টি জানেন না। তবে ঘটনার পেছনে কারা আছেন সেটি খুঁজে বের করার অনুরোধ করেন।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘পৌর মেয়রের সমাবেশকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা থেকে ট্রলারে করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসছিলেন। তাঁরা হাটলক্ষ্মীগঞ্জ ঘাটে এসে নামতে চাইলে স্থানীয় পৌর কাউন্সিলর মকবুল হোসেনের লোকজন বাধা দেন। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি হয়। এ সময় কাউন্সিলরের এক ভাই এবং গজারিয়া থেকে আসা চার-পাঁচ আহত হওয়ার খবর শুনেছি। ঘটনার পর থেকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

আয়োজন বেশি, ক্রেতা কম

গুলশানের একটি বাড়িতে মব তৈরি করে লুটপাট

জ্বলে না চুলা, ইফতারি তৈরিতে হিমশিম রাঁধুনি

‘পর্দা’ না করায় ঢাবি ছাত্রীকে হেনস্তা করা কর্মচারী আটক

তরমুজ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতার মারামারি

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম

মা-বাবাসহ ৭ জনকে কোপালেন যুবক, একজনের মৃত্যু

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগারে