Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিনজন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি

ঢামেক প্রতিবেদক

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুনে তিনজন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ রোববার ফতুল্লার তল্লা বড় মসজিদসংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে ভোররাতে সেহরি গরম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—দিনমজুর হারুন অর রশিদ (৬০), তাঁর স্ত্রী গৃহিণী কমলা বেগম (৪৫) ও মেয়ে কলেজশিক্ষার্থী মারিয়া আক্তার মিম (১৭)।

হারুন অর রশিদ জানান, তাঁরা তল্লার এক টিনশেড বাসায় ভাড়া থাকেন। সেহরির সময় হলে তাঁর স্ত্রী ঘুম থেকে উঠে খাবার গরম করতে রান্নাঘরে যান। এর পরেই রান্নাঘরে বিকট বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে গিয়ে দেখেন, তাঁর স্ত্রীর সারা শরীরে আগুন জ্বলছে। পাশের জিনিসপত্রেও আগুন। তখন তিনি ও তাঁর মেয়ে হাত দিয়ে কমলা বেগমের শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে আগুন নেভাতে সাহায্য করে। পরে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

তিনি আরও জানান, তাঁরা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করেন। হয়তো গ্যাসলাইনে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। অটো গ্যাসের চুলা চালু করতেই জমে থাকা সেই গ্যাসে বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে তাদের তিনজনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কমলা বেগমের শ্বাসনালিসহ শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। এ ছাড়া বাকি দুজনের শরীরে আগুন নেভাতে গিয়ে হাতে সামান্য দগ্ধ হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কমলা বেগমকে এইচডিইউতে রাখা হয়েছে।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকা টোল আদায়

নবাবগঞ্জের ইছামতি নদীতে বারণী স্নান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: জি কে শামীমের সাড়ে ৫ বছর কারাদণ্ড, মা খালাস

কিশোরগঞ্জে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, ২ কিশোরসহ গ্রেপ্তার ৩

কমলাপুরে ঘরমুখো মানুষের চাপ, নীলসাগর ট্রেনের সোয়া ১ ঘণ্টা বিলম্ব

ঢাকায় চাঁদাবাজি চরমে

জুতার দোকানে ভিড়

শ্রমিক অবরোধে শ্রীপুরে যাত্রী ভোগান্তির শঙ্কা

এবারের বৈশাখ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: চারুকলার শিক্ষার্থীরা

খুলনায় কর কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা