হোম > সারা দেশ > ঢাকা

মুক্তির জন্য কর্মকর্তাদের ১০০০ টাকা ঘুষ সাধলেন ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে ভিক্ষুক বিরোধী অভিযানের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক ভিক্ষুক। আজ বুধবার গুলশান-২ এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ভিক্ষুক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।

অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।

অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, অভিযানের সময় আটক ভিক্ষুক তারা মিয়া তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে ছাড়া পাননি তারা মিয়া। তাকে সমাজ সেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

চন্দন কুমার মিত্র আরও জানান, অভিযানে ১৬ জন ভিক্ষুককে আটক করা হয়। এর মধ্যে এক নারী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে মিরপুরের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে এক থেকে দেড় মাস তাদের রেখে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। 

চন্দন কুমার আরও জানান, স্থান সংকুলান না হলে ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের ৬টি আশ্রয়কেন্দ্রে তাদের পাঠিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার ধানমন্ডিতে ভিক্ষুক বিরোধী অভিযান চালানো হবে। নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে। স্বাবলম্বী হতে অভিযানে আটককৃতদের প্রশিক্ষণের পর গরু, ছাগল বা দোকান বা ব্যবসার জন্য এককালীন টাকা দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন