নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশানে ভিক্ষুক বিরোধী অভিযানের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের এক হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন এক ভিক্ষুক। আজ বুধবার গুলশান-২ এলাকায় সমাজসেবা অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ভিক্ষুক বিরোধী অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩–এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।
অভিযান পরিচালনায় দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার মিত্র আজকের পত্রিকাকে জানান, অভিযানের সময় আটক ভিক্ষুক তারা মিয়া তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এক পর্যায়ে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক হাজার টাকা ঘুষও সাধেন। তবে ছাড়া পাননি তারা মিয়া। তাকে সমাজ সেবা অধিদপ্তরের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চন্দন কুমার আরও জানান, স্থান সংকুলান না হলে ময়মনসিংহ, গাজীপুরসহ দেশের ৬টি আশ্রয়কেন্দ্রে তাদের পাঠিয়ে দেওয়া হবে।