গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সম্ভু কুমার শর্মা (৬২) নামে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে হাসপাতালে তিনি মারা যান। বিডিআর বিদ্রোহ মামলায় ১৬ বছরের সাজা হয়েছিল তাঁর।
সম্ভু কুষ্টিয়ার খোকসা থানার গোপগ্রাম জোতপাড়া এলাকার হরেন্দ্র নাথ শর্মার ছেলে। কারাগারে তাঁর কয়েদি নম্বর ছিল ৪২৮৭ /এ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত কয়েদি সম্ভু কুমার শর্মা শুক্রবার রাত ৩টার দিকে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার উন্নতি না হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, কারাবিধি অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।