Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঘিওরে ট্রলার-বাল্কহেডের সংঘর্ষে নিহত কিশোর, নিখোঁজ ২ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘিওরে ট্রলার-বাল্কহেডের সংঘর্ষে নিহত কিশোর, নিখোঁজ ২ 

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে ট্রলার ও বাল্কহেডের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুজন। এ ঘটনায় আহত চারজনকে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনা কবলিত দুটি নৌযান জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কিশোর মিলন মিয়া (১৬) সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামের সাহেব আলীর ছেলে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিখোঁজ রয়েছেন—সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের দানেজ আলীর ছেলে রফিক (৪০) ও সাটুরিয়া সদরের সেলিম হোসেনের ছেলে রাসেল (১৪)। 

দুর্ঘটনা কবলিত ট্রলারের যাত্রী, থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলার কামতা ও গোলড়া এলাকা থেকে নারী ও শিশুসহ ৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারটি ভ্রমণে বের হয়। যমুনা নদীর শিবালয় ও দৌলতপুর উপজেলার মোহনায় বেড়ানো শেষে সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ট্রলারের যাত্রীরা। পথে কুশুন্ডা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এ সময় বেশির ভাগ যাত্রীরা সাঁতরে তীরে ওঠেন। 

এদিকে বুধবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে ঘিওর ফায়ার সার্ভিস, ঘিওর থানা-পুলিশ ও শিবালয় নৌ-পুলিশের কর্মীদের যৌথ অভিযানে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। 

ট্রলার মালিক সিংজুরী ইউনিয়নের বেড়াডাঙা গ্রামের ইলিয়াস কাঞ্চন বলেন, মঙ্গলবার সকালে কামতা গ্রামের লোকজন ট্রলারটি ভাড়া নিয়ে বেড়াতে যায়। আজ সকালে শুনি ট্রলারটি দুর্ঘটনায় কবলে পড়েছে। ট্রলারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্ঘটনা কবলিত যাত্রী জহিরুল ইসলাম ও আব্দুর রহিম বলেন, আমাদের ট্রলারটি একপাশ দিয়ে যাচ্ছিল। বিপরীতমুখী বাল্কহেড আমাদের ট্রলারের সামনে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। সাঁতরে তীরে উঠি। কয়েকজন ট্রলারের সঙ্গে ডুবে যায়। বাল্কহেডের হেড লাইট ছিল না। 

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মো. নাদিম হোসেন বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে অনেক স্রোত। নিখোঁজ দুজনকে উদ্ধার অভিযান আজ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকবে।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ