হোম > সারা দেশ > ঢাকা

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের একটি মিছিল থেকে সংগঠনের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা-পুলিশ। আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, ধানমন্ডি-৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা একটি মিছিল বের করার চেষ্টা করে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

ধানমন্ডি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়।

এ সময় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনারসহ (এসি) ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

এর আগে গত ৭ মার্চ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মিছিল নিয়ে বের হয় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সে সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে ৩৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা চলে। ছবি: আজকের পত্রিকা।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়