শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পদ্মা নদীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পরিবহনসহ রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ঘন কুয়াশার কারণে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আরিচা স্থল ও নদী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মজিবুর রহমান।
তিনি জানান, ৭টি ছোট ও দুটি বড় ট্রাক ছিল ফেরিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ ফেরিটি উদ্ধারে কাজ করছে ঢাকা-মানিকগঞ্জসহ বিভিন্ন ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।
আরিচা অঞ্চলের ফেরি সেক্টরের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ফেরিতে থাকা যাত্রী ও যানবাহন শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন। এ পর্যন্ত যানবাহন শ্রমিকসহ ১০-১২ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা।