গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর মিলগেট বিএনপি গলি এলাকার একটি তুলার গুদামে এ আগুন লাগে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে টঙ্গী ফায়ার সার্ভিস।
আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকটি গুদামে আগুন লেগে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১০টি তুলার গুদামে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার আজকের পত্রিকাকে বলেন, ‘বিকেলে আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। কী কারণে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’