হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় তিন পুলিশ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

তিন পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন। এর আগে ৮ এপ্রিল এই তিনজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল।

সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

ছাত্রনেতাকে ৪৭ দিন গুম করে নির্যাতনের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে আগামী ১৮ জুন হাজির করার নির্দেশ দেন।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, গোলাম মোর্তোজা নামের একজন ছাত্রনেতাকে র‍্যাব অপহরণ করে ৪৭ দিন গুম করে নির্যাতন করা হয়েছিল। ওই অভিযোগে র‍্যাবের সাবেক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলের বিরুদ্ধে করা মামলায় হাজিরের জন্য আবেদন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করেছেন।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে