Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ম্যাজিস্ট্রেটের জরিমানার পর চলন্ত বাসে চালক–হেলপার বিবাদ, চাকায় পিষ্ট বাইকচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যাজিস্ট্রেটের জরিমানার পর চলন্ত বাসে চালক–হেলপার বিবাদ, চাকায় পিষ্ট বাইকচালক

রাজধানীর বনানীতে ফাঁকা সড়কে বেপরোয়া গতির বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আক্কাস আলী নামে এক মোটরসাইকেলচালক। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বাসটিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, দুর্ঘটনার একটু আগেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাসটিকে জরিমানা করা হয়। সেটা নিয়েই চলন্ত বাসে হেলপারের সঙ্গে কথা-কাটাকাটি চলছিল চালকের, তাতেই ঘটে বিপত্তি। মোটরসাইকেলটিকে চাপা দেন বাসচালক। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী কবরস্থানের সামনের সড়কে উঠে উত্তরার দিকে যাওয়ার চেষ্টা করেন মোটরসাইকল আরোহী। এ সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-১৬৮৮) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। প্রথমে বাসের ধাক্কায় পড়ে যান মোটরসাইকেলচালক। পরে বেশ কিছুদূর তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। 

রবিউল নামে এক প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা দিলে মোটরসাইকেলচালক ছিটকে নিচে পড়ে যায়। তখন বাসের চালক ব্রেক না করে মোটরসাইকলের চালকের ওপর দিয়ে বাস চালিয়ে যান। এ সময় মোটরসাইকেলটিকে টেনে অনেক দূরে নিয়ে যায়। 

ওই বাসের এক যাত্রী জানান, দুর্ঘটনার একটু আগে অতিরিক্ত ভাড়া নেওয়ায় বাসটিকে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। হেলপারের সঙ্গে এ নিয়ে উচ্চবাচ্চ্য করছিলেন বাসচালক। এর মধ্যেই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে যাত্রীরা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়। 

বনানী থানার এসআই জানে আলম জানান, মোটরসাইকেল আরোহী ২৭ নম্বর রোড দিয়ে টার্নিং করে মোড় দিয়ে ঘুরে যাওয়ার সময় দ্রুতগতিতে বিনিময় পরিবহনের বাসটি এসে মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে। এরপর আরোহীর ওপর দিয়ে বাস চলে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান আক্কাস। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক জানান, এ ঘটনায় বাসের চালক, হেলপার ও বিনিময় পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন