সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটির প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে সোনারগাঁওয়ের চৈতী গার্মেন্টস এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৪ কিলোমিটার সড়কজুড়ে এই যানজট সৃষ্টি হয়েছে। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন আটকে থাকতে দেখা গেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে চার দিনের ছুটিকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে পরিবহন ও যাত্রীর চাপ। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।
কুমিল্লার উদ্দেশে সাইনবোর্ড এলাকা থেকে বাসে উঠেছেন জিয়াউল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এক ঘণ্টায় চিটাগং রোডে এসে পৌঁছাইছি। বাকি পথ যেতে আরও কতক্ষণ লাগবে কোনো ধারণাই করতে পারছি না।’
শাহজাহান নামের আরেক যাত্রী বলেন, ‘টানা চার দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। কিন্তু যানজট আর অতিরিক্ত গরমের কারণে এখন অসুস্থ হয়ে যাচ্ছি সবাই।’
তিনি আরও বলেন, ‘যানজট নিরসনে আমরা কাজ করছি। আশা করছি খুব শিগগির যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।’