Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন
আজ রোববার সখীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত কুটুম পাগলার ভক্তদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে পাগল কুরবান আলী চিশতি ওরফে কুটুম পাগলার মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন তাঁর ভক্তরা। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন কুটুম পাগলার ভক্তরা।

স্থানীয় বাসিন্দা ও কুটুম পাগলার ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২২ বছর আগে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আদানি ভূয়াইদ গ্রামে পাগল কুরবান আলী চিশতি নামের এক ব্যক্তি মারা যান। স্থানীয়ভাবে তিনি কুটুম পাগলা নামে পরিচিত ছিলেন। তাঁর মাজারকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ প্রতি বছর ডিসেম্বরের ১২ তারিখে (মাঝামাঝি সময়ে) শিরনি বিতরণ করেন। গত কয়েক বছর ধরে ওই মাজার এলাকায় তিন দিনব্যাপী বাৎসরিক মেলার আয়োজন করা হয়। মেলায় লালনগীতি ও বাউলগানের আসর বসে। এসব আয়োজনে প্রতিরাতে ব্যাপক মানুষের আনাগোনা দেখা যায়। তবে এ সময় কিছু পাগল ভক্ত মদ-গাঁজার আসর বসায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এ বছর ডিসেম্বরের শুরু থেকেই মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোড মার্চ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে আসছেন স্থানীয় আলেম সমাজ। তাঁদের অভিযোগ-মেলার নামে ওই কুটুম পাগলার মাজার এলাকায় মদ, জুয়া ও গাঁজার আসরসহ নানা রকম অপকর্ম চলে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এবার মেলার অনুমোদন দেয়নি।

গত ৬ ডিসেম্বর উপজেলার হামিদপুর বাজারে মেলার বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিক সমাজের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা
গত ৬ ডিসেম্বর উপজেলার হামিদপুর বাজারে মেলার বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিক সমাজের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

কিন্তু আজ রোববার দুপুরে কুটুম পাগলার ভক্ত-আশেকানেরা মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে স্বল্প পরিসরে হলেও মেলাটি চালু রাখার দাবি জানান তাঁরা। ভক্তদের দাবি-মৌলবাদী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে মেলাটি বন্ধ করা হয়েছে। মেলায় কোনো রকম অপকর্ম চলে না। এখানে দীর্ঘদিনের গ্রামীণ ঐতিহ্যের লালনগীতি ও বাউল গান পরিবেশন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়। কিন্তু নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর কুটুম পাগলার মেলার অনুমোদন দেওয়া হয়নি। ভক্তরা স্মারকলিপি দিয়েছেন, তাঁদের দাবিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরে ১৩ গ্রামে ইফতার

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ম্যাটস ও ডিএমএফ পাস করাদের দাবির বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ

মুন্সিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দিনাজপুরে মাজারে বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ

ঢাকা-মাওয়া সড়কের জুরাইনে ২৫০ হকার উচ্ছেদ

ধামরাইয়ে বদ্ধ ঘরে সিলিন্ডার গ্যাস, আগুন জ্বালতেই দগ্ধ হলেন স্বামী-স্ত্রী

৭ মাস পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মা-বাবার পর মারা গেল শিশুসন্তানও