হোম > সারা দেশ > ঢাকা

মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন মামলায় শ্বশুর গ্রেপ্তার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের মামলার প্রধান আসামি অভিযুক্ত শ্বশুর আইনাল আকন্দকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে অভিযুক্তের নিজ বাড়ি গুনারীতলা ইউনিয়নের সিংদহ থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

আজ মঙ্গলবার সকালে তাঁকে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূর মা সুরাইয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত শ্বশুরকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মাদারগঞ্জে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামী আলামিন আকন্দ (৩০), শাশুড়ি চায়না বেগম (৫৫) ও ননদ রোমানা খাতুন (২৪)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে গুনারীতলা ইউনিয়নের পশ্চিম মোসলেমাবাদ আইগেনিপাড়ার আশরাফ আলীর আকন্দের মেয়ে মুন্নি বেগমের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের সিংদহ গ্রামের আইনাল আকন্দের ছেলে আলামিনের। বিয়ের কিছুদিন পর থেকে ভুক্তভোগী গৃহবধূকে ২ লাখ টাকা যৌতুক আনতে চাপ দিতে থাকেন। কিন্তু পরিবার আর্থিক অসচ্ছল হওয়ায় টাকা আনতে না চাইলে শুরু হয় তাঁর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন। টাকা দিতে না পারায় একপর্যায়ে গৃহবধূর স্বামী আলামিন তাকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। সবশেষ গত শনিবার (২৫ জুন) সকালে ২ লাখ টাকার যৌতুক চাওয়া হয়। যৌতুক দিতে অস্বীকার করায় অভিযুক্তরা ওই দিন সকালে তাঁকে বাঁশ ও লাঠি এবং গাছের ডাল দিয়ে আঘাত করে। প্রধান আসামি শ্বশুর পেটে লাথি দিলে মাটিতে পড়ে যান গৃহবধূ। পরে তাঁর আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে তাঁকে উদ্ধার করে। পরে গৃহবধূ মোবাইলের মাধ্যমে পরিবারকে জানালে তাঁরা গিয়ে তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার উপপরিদর্শক অনল কুমার দত্ত জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত আসামি সকলকে আইনের আওতায় আনা হবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭