Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সাভারে এক কুকুরের আক্রমণে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে এক কুকুরের আক্রমণে আহত অর্ধশতাধিক
কুকুরের কামড়ে আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার সাভারে এক কুকুরের আক্রমণে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে গেন্ডা বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরটি এই তাণ্ডব চালায়।

রাত সাড়ে ৯টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুকুরের কামড়ে আহতরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়ানো শুরু করে। কুকুরটি লাফিয়ে লাফিয়ে মানুষের মুখ, মাথা, হাত ও গলায় কামড় দেয়। এরপর কুকুরটি মানুষের তাড়া খেয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার বাসস্ট্যান্ড, পাকিজা মোড় থানা বাসস্ট্যান্ড, গেন্ডা হয়ে সাধাপুর এলাকার দিকে চলে যায়।

তারা জানান, রেডিও কলোনি থেকে গেন্ডা পর্যন্ত যাওয়ার পথে কুকুরটি শতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করে। তাদের অধিকাংশই সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা নেন।

কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম বলেন, ‘আমি গেন্ডা এলাকায় আনন্দপুর ভার্কের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে কুকুরটি আমার হাতে কামড় দিয়ে ঝুলে থাকে। পরে উপস্থিত লোকজন কুকুরটিকে আঘাত করলে আমাকে ছেড়ে দিয়ে পাশের আরেকজনের ওপরে হামলে পড়ে।’

ব্যাংক কলোনির মোহাম্মদ ইয়াসিন হোসেন বলেন, ‘আমি সন্ধ্যা ৭টার দিকে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। কুকুরটি পেছন দিক থেকে এসে আমাকে আক্রমণ করে। এরপর আমার কোমরে কামড়িয়ে গুরুতর আহত করে।’

ইয়াসিন আরও বলেন, ‘আমাকে কামড়ানোর পর আমার সামনেই আরও অনেককেই কুকুরটি কামড়িয়ে গুরুতর আহত করেছে।’

গেন্ডা এলাকার বিপুল ইসলাম বলেন, ‘আমি রিকশা চালাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি লাফ দিয়ে রিকশার ওপরে উঠে আমার মাথায় কামড় মারে।’

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘কুকুরের কামড়ে রাত ৯টা পর্যন্ত ৬০ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

জামিন নিয়ে হাওয়া দুই সন্ত্রাসী

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থানের প্রত্যাশা ছাত্রসংগঠনগুলোর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

টেন্ডারবাজির অভিযোগে শ্রীপুরে বিএনপির সভাপতিকে শোকজ

রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১০

দাবি না মানলে প্রতীকী নয়, বাস্তবেই আত্মাহুতি দেব: প্রাথমিকে নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা

শ্মশানঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা