হোম > সারা দেশ > ঢাকা

ডাচ্-বাংলার সোয়া ১১ কোটি টাকা ছিনতাই: আরও ৩ আসামির দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আরও তিন আসামি। আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

যে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তাঁরা হলেন—ইমন ওরফে মিলন, সানোয়ার হোসেন ও বদরুল আলম। 

দুপুরের পর তাঁদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। এরপর তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, এই তিনজন সরাসরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তিনজনই স্বীকার করেন তাঁরা মাইক্রোবাসে করে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে পরিকল্পনামাফিক অবস্থান করছিলেন। ব্যাংকের টাকা নিয়ে একটি গাড়ি যাওয়ার সময় তাঁরা সেটাকে আটকান। ওই গাড়িতে যাঁরা ছিলেন তাঁদের নামিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকার বাক্সগুলো নিয়ে যান। প্রত্যেকে আরও স্বীকার করেন, এই মামলার আসামি আকাশ, হৃদয় ও মিলন মূল পরিকল্পনাকারী। 

আসামিরা স্বীকারোক্তিতে আরও জানান, টাকা বহনকারী একটি মাইক্রোবাস থেকে টাকার বাক্সগুলো নিয়ে তাঁরা বাজারের ব্যাগে করে নিজেদের মাইক্রোবাসে যান এবং নিরাপদ স্থানে গিয়ে প্রত্যেকে আলাদা হয়ে টাকাগুলো নিয়ে সটকে পড়েন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে একই কথা বলেন। 

উল্লেখ্য, ৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। 

এরপর আটজনকে গ্রেপ্তার করে ১২ মার্চ ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। ১৩ মার্চ হৃদয়ে নামে এক আসামিকে রিমান্ডে দেওয়া হয়। পরে ১৪ মার্চ আকাশ ও হৃদয় নামে দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

পোলো বাওয়া উৎসবে মাতলেন শত শিকারি

‘হাইব্রিড’ বলায় সংঘর্ষ দোকান-বাড়ি ভাঙচুর

পলাতক আসামি অনুষ্ঠানের অতিথি, খুঁজে পায়নি পুলিশ

‘দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা’

কবি নজরুলের নাতি বাবুল কাজী ‘লাইফ সাপোর্টে’

মানিকগঞ্জে নদীর তীরে পার্বণ নবান্ন উৎসব

সেকশন