জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৫ মার্চ কালরাতে শাহাদতবরণকারী সব শহীদের রুহের মাগফিরাত এবং যুদ্ধাহত সব মুক্তিযোদ্ধার দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ এহসানুল হক। মোনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়েও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।