ফরিদপুরের সালথায় পেঁয়াজ খেত থেকে রিজু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কসবাগট্টি গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। রিজু মিয়া ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়া কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। বড় দুই ছেলে বিয়ে করে আলাদা সংসারে থাকেন। সেজো ছেলে রিজু তাঁর ছোট ভাই মিজু মিয়াকে নিয়ে বসবাস করতেন। আজ সাড়ে ১১টার দিকে এলাকাবাসী খেতের মধ্যে রিজু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সালথা থানার এসআই মো. মারুফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে স্থানীয়, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম, রিজু মিয়া নিয়মিত মাদক সেবন করতেন।
এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবন করায় হার্টঅ্যাটাক করে মারা গেছেন তিনি।