হোম > সারা দেশ > ঢাকা

৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০: ৪৪
ফাইল ছবি

ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শুক্রবার রাত ১১টার সময় কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় থাকে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এতে ঘণ্টার পর ঘণ্টা পাড়ের অপেক্ষায় থেকে ভোগান্তির শিকার হন চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে থাকে। রাত ১১টায় ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন আটকা পড়ে। আজ সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

এমআরসিপি পরীক্ষা নিয়ে শঙ্কায় ৪৪ চিকিৎসক

শিশু আয়ানের মৃত্যু: এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

দুই শিল্প গ্রুপেই তছরুপ ৩৫ হাজার কোটি টাকা

বন্ধ অবৈধ ইটভাটা ফের চালু