Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে জমি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে জমি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামের এক ব্যবসায়ীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি পেশায় একজন জমি ব্যবসায়ী।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাঁকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় কেউ। পরে সড়কের পাশে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে সোলায়মানের বাড়ি।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘বাইপাস সড়কের পাশে সোলায়মান মিয়াকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তার তদন্ত শুরু হয়েছে।’

পরিবারের সঙ্গে দেখা করতে এসে টুঙ্গিপাড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মধ্যরাতে পল্লবী থানায় ঢুকে তরুণের কিলঘুষি, ওসিসহ আহত ৩

শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী এজাজ গ্রেপ্তার

নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলায় মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

সাভারে পাওয়ার গ্রিডে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুন, পুড়ে গেছে ট্রান্সফর্মার

গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, সাভার ও আশুলিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন

দখলের সংক্রমণে জেরবার সংক্রামক ব্যাধি হাসপাতাল