হোম > সারা দেশ > ঢাকা

ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার নারী

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

রাজধানীর ডেমরায় ইফতারের সময় চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় অজ্ঞান পার্টির নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড এলাকা থেকে মুক্তা আক্তার (৩০) নামের ওই নারী সদস্যকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। 

এর আগে গত শনিবার সন্ধায় ইফতারির সময় মো. নাজমুল (২৭) নামে এক অটোরিকশা চালককে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে অজ্ঞান পার্টির ৩ সদস্য। 

আজ সোমবার মুক্তা আক্তারকে আদালতে পাঠায় পুলিশ। এ ঘটনায় তার সহযোগী সদস্য শাহনাজ ও অজ্ঞাতনামা ১ জন পুরুষ সদস্য পলাতক রয়েছে। 

গত ১৬ মার্চ ডেমরার ডগাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে চালক নাজমুল চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার মুক্তা আক্তার ঢাকার কামরাঙ্গীচরের হোসনাবাদ জামে মসজিদ সংলগ্ন সিলেট্টা বাজার এলাকার মো. মাকসুদ মিয়ার মেয়ে। 

অটোরিকশা চুরির ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল ওহাব মৃধা রোববার (১৭ মার্চ) দিবাগত রাতে ডেমরা থানায় অভিযুক্ত ওই ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, অটোরিকশা চালক নাজমুল যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগ এলাকার বাসিন্দা। তিনি অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চালান। গত শনিবার সন্ধার আগে অভিযুক্তরা কোনাপাড়া থেকে নাজমুলের অটোরিকশা ভাড়া করে ডগাইর বাজার সংলগ্নে পৌঁছালে মাগরিবের আজান দেয়। এ সময় কৌশলে অভিযুক্তরা ইফতার নেওয়ার কথা বলে নাজমুলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশাটি নিয়ে পালায়।

বাজারে মধ্যস্বত্বভোগী কমলে ইলিশের দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা

জাবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল

৩৬০ টন জ্বালানি তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেপ্তার ৮

বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

এস কে সুরের বাসায় দুদকের অভিযান, ১৭ লাখ টাকা উদ্ধার

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে মন্ত্রণালয়ের সামনের রেলওয়ে গেটকিপারদের অবস্থান

প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে পুলিশের কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউপিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর

সেকশন