হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নারী স্বজনদের থানা ঘেরাও, বিএনপি কর্মীদের বাধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তারের কথা জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

গ্রেপ্তার সাগর সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, সাগর দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তাঁর বিরুদ্ধে একটি ঋণখেলাপি মামলার ওয়ারেন্টও রয়েছে। তিন মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর আজ সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তাঁর স্বজনেরা। পরে তাঁরা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। কিছুক্ষণ পর বিএনপি-ছাত্রদলের নারী কর্মীরা এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ‘আমরা বাড়ির নারীরা থানায় গিয়ে জানতে চেয়েছি, কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে। কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিল না, উল্টো বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।’

এ বিষয়ে ওসি এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেতার নারী স্বজনেরা থানার সামনে হট্টগোল করছিল। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা থানার সামনে এলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। থানার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭