হোম > সারা দেশ > ঢাকা

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিন্টো রোডের ডিবি অফিস থেকে উপদেষ্টা আসিফ আরমান আলীকে ছাড়িয়ে আনেন। ইনসেটে আরমান আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরমান আলী (৩০) নামের এক রিকশাচালক আহত হন। পরে তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন।

ঢামেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়। রিকশাও চালাই, আবার কারওয়ান বাজারে কাঁচামালের আড়তেও কাজ করি। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিযবুত তাহ্‌রীর সদস্যদের দৌড়ানি দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’

এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক যুবক। সেনাসদস্যরা দ্রুতই তাঁকে সরিয়ে দেন।

পরে আরও কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবককে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান নেটিজেনরা।

খবর পাওয়া মাত্রই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিসে যান এবং ওই যুবককে ছাড়িয়ে আনেন। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাঁকে ডিবি অফিস থেকে মুক্ত করে আনা হয়। বিকেল ৫টা ৩৬ মিনিটে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য