হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গেন্ডারিয়া ফরিদাবাদ এলাকায় আমির হোসেন (৪৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত অটোরিকশা চালক আমির হোসেন জানান, তিনি জুরাইন বউবাজার এলাকায় আক্তার মিয়ার গ্যারেজে থাকেন। গতরাতে পোস্তগোলা থেকে দুই যাত্রী তার রিকশায় ওঠেন। তারা ফরিদাবাদ যাবে বলে জানায়। পরে ফরিদাবাদ স্কুলের পাশের একটি গলি দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দুই যাত্রী তার গলায় ছুরি ধরে। তখন আমির হোসেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তখন ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। দৌড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তার মাথায় ঢিল ছুড়ে মারে। কিছু দূর গিয়ে রাস্তায় পড়ে যান আমির হোসেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, রাতে যাত্রী বেসে দুই ছিনতাইকারী ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে। আহত অবস্থায় ওই চালককে ঢাকা মেডিকেলের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে। তার অটোরিকশাটি উদ্ধার এবং ছিনতাইকারীদের আটকদের চেষ্টা চলছে।

শাহজালালে ফের বোমা আতঙ্ক, হোয়াটসঅ্যাপে বার্তা

গাজীপুরে ড. ইউনূসের গ্রামীণ ফেব্রিকসে আগুন দিয়েছে বেক্সিমকোর শ্রমিকেরা

রাজৈরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনা সদস্যসহ গ্রেপ্তার ৪

সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন স্থগিত

সাবেক মন্ত্রী তাজুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ওবায়দুর হত্যা: গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র

আবাসন পরিদপ্তরের উচ্চমান সহকারী তৈয়বুর কারাগারে

ঢাবি শাখা শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেকশন