হোম > সারা দেশ > গাজীপুর

শাকিব খানের বাড়িতে চোরের হানা 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইলে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন শুটিং হাউস ‘জান্নাতে’ গত বৃহস্পতিবার রাতে দেয়াল টপকে একদল চোরের অনুপ্রবেশ ঘটেছিল। পুলিশ জানিয়েছে, চোরেরা ভেতরে প্রবেশ করলেও কিছুই নিতে পারেনি। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় আড়াই বিঘা জমির ওপর সুবিশাল দোতলা একটি বাড়ি রয়েছে। বাড়িটির দোতলায় বসার জন্য সুন্দর ও পরিপাটি সোফা রয়েছে। দেয়ালে দেয়ালে টাঙানো চিত্রকর্মের ওয়ালম্যাট। বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। সেখানে নাটক, সিনেমা ও মিউজিক ইত্যাদির শুটিং হয়ে থাকে। নিরাপত্তার জন্য চারপাশে সুউচ্চ সীমানাপ্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।

স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনজনের একটি দল সীমানাপ্রাচীর ও কাঁটাতার ডিঙিয়ে ‘জান্নাতে’ প্রবেশ করে। এ সময় বিষয়টি স্থানীয়রা দেখতে পায়। পরে স্থানীয়রা বাড়ির কেয়ারটেকারকে ডাকাডাকি করলে চোরেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। 

এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর ইসলাম বলেন, ‘গত রাতে চিত্রনায়ক শাকিব খানের বাড়িতে তিনজন চোর প্রবেশ করতে দেখে স্থানীয়রা বাড়ির কেয়ারটেকার সম্রাটকে ডেকে তোলে। পরে সম্রাট ঢাকায় ঘটনা জানায়। আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। সেখান থেকে কোনো কিছু খোয়া যায়নি। সারা বাড়ি তল্লাশি করে দেখা যায়, চোরেরা একটি পুরোনো নষ্ট মোটর নেওয়ার জন্য বেঁধেছিল, কিন্তু নিতে পারেনি।’ 

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন