হোম > সারা দেশ > ঢাকা

মুগদায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সোলেমান মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মুগদা আইডিয়াল স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত সোলেমানের বোনজামাই মতিউর রহমান বলেন, ‘সোলেমানের মুগদার মান্ডায় নিজেদের বাড়ি। বাবার নাম শাহজাহান মিয়া। বর্তমানে খিলগাঁও মেম্বার গলিতে পরিবার নিয়ে ভাড়া থাকত। গতকাল রাতে সোলেমান মান্ডার বাসায় যায় কাজে। সেখান থেকে মোটরসাইকেলে চেপে খিলগাঁওয়ের বাসায় ফিরছিল। মুগদা আইডিয়াল স্কুলের সামনে এলে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ওই ব্যক্তিকে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন