হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ জানান, গতকাল কিশোরগঞ্জ শহরে ডাক্তার দেখিয়ে সার্কিট হাউসে রাত্রি যাপন করেন তিনি। সকালে তিনি কর্মস্থল ইটনার উদ্দেশে রওনা করেন। তাঁকে সার্কিট হাউস থেকে গাড়িযোগে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে গাড়িটি সার্কিট হাউসে ফেরার পথে সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাঁকে করিমগঞ্জের বালিখলা ঘাটে নামিয়ে সার্কিট হাউসে ফেরার পথে শোলাকিয়া ঈদগাহ ময়দানের সামনে আসতেই পেছন দিক থেকে কে বা কারা ঢিল ছুড়ে মারে। এতে গাড়ির দুটি গ্লাস ভেঙে যায়। তবে কেউ আহত হয়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আজ সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের লতিবাবাদ মোড়ে ও জেলা শহরের জেলাস্মরণী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য