হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন ছাত্রলীগের নেতা হাবিবুল্লা হাবিব (২৮)। গত মঙ্গলবার নিখোঁজের পর আজ বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী এলাকায় ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত হাবিবুল্লা কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া বিসিক এলাকার হাজি ইদ্রিস আলীর ছেলে। তিনি মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক এবং কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান মহাবিদ্যালয়ের স্নাতকের ছাত্র।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে হাবিবুল্লাহ হাবিবসহ সাত বন্ধু মিলে করিমগঞ্জের বালিখলা ট্রলারঘাট থেকে রিজার্ভ ট্রলারে করে মিঠামইন হাওরে ঘুরতে যান। সেখানে অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান ঘুরে সন্ধ্যার দিকে ট্রলারে করে বালিখলার উদ্দেশে ফিরছিলেন তাঁরা। বালিখলায় পৌঁছার আগেই হঠাৎ ঝোড়ো বাতাসে হাওরে প্রবল ঢেউ উঠলে ট্রলারে চেয়ারে বসে থাকা হাবিব নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন।

ওসি বলেন, খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানোর ৩৬ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করা হয়।

শামসুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়