গাজীপুর প্রতিনিধি
এবার ডিগ্রি পরীক্ষার্থীরা অটোপ্রমোশনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন। আজ রোববার গাজীপুরের বোর্ড বাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা ‘ডিগ্রি বৈষম্য নিরসন আন্দোলন’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন। তাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
ডিগ্রি শিক্ষার্থীরা জানান, ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনের লক্ষ্যে এবং ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। ডিগ্রি কোর্স সর্বোচ্চ তিন বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ৬-৭ বৎসরেও ফাইনাল পরীক্ষার চূড়ান্ত ধাপ শেষ হয়নি।
তারা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী বেশি ভাগই নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট ও সার্টিফিকেট কোর্সের এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবিকার তাগিদে পড়ালেখার পাশাপাশি অনেকেই কাজ করেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনেক সময় চাকরিও ছেড়ে দিতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও ট্রমায় ভোগা শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এ ছাড়া বন্যায় অনেকের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বৈষম্য নিরসনের লক্ষ্যে মানবিক কারণে দ্রুততার ভিত্তিতে শেষ করে অবিলম্বে ডিগ্রি প্রথম ও দ্বিতীয় বর্ষের সিজিপিএ এর ভিত্তিতে ডিগ্রি তৃতীয় বর্ষের সকল সেশনের ফাইনাল শিক্ষার্থীদের দ্রুত অটোপ্রমোশন দিয়ে তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশের অনুরোধ জানান তারা।
এর আগে গত ১৯ আগস্ট চলতি বছরের স্থগিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অটোপাস বা বিকল্প মূল্যায়নের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে পরীক্ষার্থীরা।