হোম > সারা দেশ > রাজবাড়ী

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ যানজট 

প্রতিনিধি, রাজবাড়ী

লকডাউন শিথিলের প্রথম দিনেই দৌলতদিয়া ফেরিঘাটে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ যানজট। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার অংশ জুড়ে রয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সাড়ি। শুধু তাই নয়, দৌলতদিয়া থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যানের প্রায় ৪ কিলোমিটার এলাকায় জুড়ে যানবাহনের সাড়ি রয়েছে। এর মধ্যে পণ‍্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। 

চুয়াডাঙ্গা থেকে আসা ট্রাক চালক আলম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ মোড়ে এসেছি। এখনো ঘাট এলাকায় পৌঁছাতে পারি নাই। যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কখন ফেরিতে উঠব সেটা জানি না। 

ফরিদপুর থেকে আসা ট্রাক চালক ইসমাইল হোসেন বলেন, যানজটে খুবই দুর্ভোগে আছি। এখানে খাবারের কোন হোটেল ও দোকান নেই। খেতে যেতে হলে ২ কিলোমিটার দূরে যেতে হবে। এমনকি বাথরুমের ব‍্যবস্থাও নেই। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে লকডাউন শিথিল হওয়ায় যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফলে ঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। 

মো. শিহাব উদ্দিন আরও বলেন, এই রুটে ছোটবড় মিলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবুও গাড়ির চাপে যানজট দেখা দিয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭