হোম > সারা দেশ > ফরিদপুর

এক বাইকে পরিবারের ৪ জন, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্ত্রী-সন্তানের

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও তাঁর ৮ মাস বয়সী ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ও দুই বছর বয়সী মেয়ে। তাঁরা গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার বড় কুমারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুমাইয়া আক্তার (৩৫) ও তাঁর ৮ মাস বয়সী শিশুসন্তান মোহাম্মদ মীর। তাঁরা যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার স্ত্রী ও সন্তান। একই ঘটনায় আজমিন মিয়া (৪৫) ও তাঁর দুই বছরের মেয়ে ফাতেমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা বলছে, আজমিন মিয়া তাঁর স্ত্রী ও দুই সন্তান নিয়ে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরকান্দার বড় কুমারদিয়ায় পেছন দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাশ দুটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল