বান্ধবীর মৃত্যুর খবরে দেখতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন হামিদা বেগম (৮০) নামের এক বৃদ্ধা। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বীর ঘাটাইলে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার বীর ঘাটাইল গ্রামের বাসিন্দা।
এ নিয়ে নিহতের ছেলে মো. হালিম জানান, ঘাটাইল তেলেঙ্গাপাড়া গ্রামে তার মায়ের বান্ধবীর বাড়ি। আজ সকালে বান্ধবীর মারা যাওয়ার খবর পান তিনি। খবর পেয়ে তিনি একাই লাঠিতে ভর করে বাড়ি থেকে বের হন। পথে সড়ক পার হওয়ার সময় বীর ঘাটাইলে একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।