নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামীকাল রোববার ঢাকাসহ সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। অবরোধের আগের দিন আজ শনিবার রাজধানীর গুলিস্তানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৯টায় দুর্বৃত্তরা গুলিস্তান টোল প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেয়।
ফায়ার সার্ভিস দপ্তর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাসে আগুনের খবর পাওয়া যায়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।