Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

নিয়োগবিধি সংশোধনের দাবিতে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের খামারবাড়িতে অবস্থান

অনলাইন ডেস্ক

নিয়োগবিধি সংশোধনের দাবিতে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের খামারবাড়িতে অবস্থান
প্রাণীসম্পদ অধিদপ্তর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে নিয়োগবিধি সংশোধনের দাবিতে রাজধানীর খামারবাড়ির প্রাণীসম্পদ অধিদপ্তর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচির নেতৃত্ব দেয় বাংলাদেশ ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আন্দোলনকারীরা জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের ২য় ও ৩য় শ্রেণির সকল টেকনিক্যাল পদসমূহে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’—সনদধারীদের সরাসরি নিয়োগের নিমিত্তে-প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২৩ সংশোধনের মাধ্যমে অতি দ্রুত গেজেট/প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয় আইএলএসটি খুলনা, আইএলএসটি ব্রাহ্মণবাড়িয়া, আইএলএসটি গাইবান্ধা, আইএলএসটি গোপালগঞ্জ, আইএলএসটি নেত্রকোনার শিক্ষার্থীরা।

আইএলএসটি ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থী রাফিয়ুল ইসলাম রাফি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আমাদের দাবি জানিয়েছি। এর আগেও বিভিন্ন সময় দাবি জানালেও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্ণপাত করেনি।’

বিকেলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।

তবে ডিপ্লোমা ইন লাইভস্টক স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইএলএসটি গাইবান্ধার শিক্ষার্থী আল ফরহাদ জীম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণিসম্পদ চত্বরে অবস্থান কর্মসূচিতে ন্যায্য দাবি পূরণ না হলে, আমাদের পরের কর্মসূচি হবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান। এভাবে পর্যায়ক্রমে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’

মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে হাতাহাতি, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ

মুন্সিগঞ্জে কার্টনে লাশের মাথা, কেরানীগঞ্জে খণ্ডিত অংশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ শিশু বাসিতকে দেখতে সিএমএইচে বিএনএফডব্লিউএর প্রেসিডেন্ট

বাড়ির সামনে ফাঁকা গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

মুন্সিগঞ্জে পরিত্যক্ত কার্টনে পুরুষের মাথা ও খণ্ডিত মরদেহ

রাজবাড়ী‌তে জেলা ছাত্রদল নেতার অফি‌সে হামলা, স্বেচ্ছাসেবক দল নেতার গাড়িতে অগ্নিসংযোগ

‘নারীর জীবনে চলার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে’

সড়কের পাশে পড়ে ছিল কার্টন, খুলে দেখা গেল নারীর লাশ

খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকাল

খেয়ার ঘাট ‘নিজ বাড়িতে’ নির্মাণ, ইউপি সদস্যের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ