হোম > সারা দেশ > টাঙ্গাইল

নিখোঁজের ৬ দিন পর অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজের ছয় দিন পর ফাতেমা আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সহবতপুর ইউনিয়নের দক্ষিণ সহবতপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সমাজ মিয়ার মেয়ে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রথম স্বামী আলীমের সঙ্গে বিচ্ছেদ হয় ফাতেমার। এরপর পাঁচ বছর প্রবাস জীবন শেষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রুবেল মিয়া সঙ্গে বিয়ে করেন। পরে সাত মাস আগে রুবেলকে তালাক দিয়ে তাঁর ছোট ভাই শামীমকে বিয়ে করেন। এর মধ্যে চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।

তাঁরা আরও জানান, গত বৃহস্পতিবার স্বামীসহ ফাতেমা তাঁর বাবার বাড়ি সহবতপুর আসেন। পরের দিন সকালে শামীম ঘুম থেকে উঠে ফাতেমাকে পাননি। ফাতেমার পরিবারের সদস্যরা শামীমকে চাপ দিলে তিনি ঢাকা পালিয়ে যান। শামীমের মোবাইল ফোনে যোগযোগ করলেও কোনো জবাব দেননি। ছয় দিন নিখোঁজ থাকার পর বুধবার বাড়ির পাশের ঝোপের মধ্যে ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পান চাচাতো ভাবি পারুল।

এ বিষয়ে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান সরকার জাহিদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য