Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শেখ হাসিনা নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন: মমতাজ 

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শেখ হাসিনা নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন: মমতাজ 

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘অনেক নেতা আমাকে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নৌকা মার্কা নিয়ে আসেন তাহলে আপনার পাশে আছি। যদি কী? নৌকা তো আমার কাছেই। শেখ হাসিনা তো নৌকা আমার কাছে দিয়েই রেখেছেন। কারণ, আমি বর্তমানে নৌকার নির্বাচিত সংসদ সদস্য। আমার কোনো কর্মকাণ্ডে যদি শেখ হাসিনা অসন্তুষ্ট হন, তবেই আমার কাছ থেকে নৌকা ছুটে যাবে। তবে সেটা হবে আমার রাজনৈতিক ব্যর্থতা।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কৈতরা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতাজ বলেন, ‘শেখ হাসিনা নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা নিজে নারী, তাই নারীরা পেছনে পড়ে থাকুক তা তিনি চান না। কারণ, নারীরা কখনো দুর্নীতিবাজ হয় না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রাধান্য দেবেন।’ 

পুটাইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমূল্য সরকার সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জজকোর্টের অতিরিক্ত পিপি মথুরনার্থ সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, বেতিলা-মিতরা ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, সদর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন গিনিসহ অনেকে।

আমাকে ফাঁসানোর জন্য এক হত্যা মামলাই তো যথেষ্ট: আদালতে রুপা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১