জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে দেশের প্রথম ভার্চুয়াল মিউজিয়াম উদ্বোধন করা হবে আগামীকাল সোমবার সন্ধ্যায়।
ঐতিহ্যবাহী স্থাপনা ও পুরাকীর্তিগুলোকে ডিজিটাল রিস্টোরেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে এ ভার্চুয়াল মিউজিয়াম। ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, সোনারগাঁওয়ের বড় সরদার বাড়ি, নারায়ণগঞ্জের পানাম নগর ও দিনাজপুরের কান্তজি মন্দির ঘুরে আসা যাবে।
সেই থেকেই এক ঝাঁক সফটওয়্যার ডেভেলপার নিয়ে কাজ শুরু করেন আহমেদ জামান। তথ্য সংগ্রহ করে, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে অবশেষে একটি সিমুলেশন তৈরি করতে সক্ষম হন। এরপর চেহারা পেয়ে যান। তিনি বলেন, ‘এখানে থ্রিডি মডেলিং ও ডাটা স্ক্যানিংয়ের বিষয়তো আছেই। তারপর দেশের ইতিহাসবিদ, স্থপতি ও বিশেষজ্ঞদের দেখানোর পর তাঁরা মতামত দিয়েছেন। সেটিকে আরও একটি ফাইন টিউনিং করার পর একটা চেহারা স্পষ্ট হয়ে যায়।’
সার্বিক বিষয় নিয়ে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ প্রকল্পের প্রধান আহমেদ জামান সঞ্জীব বলেন, ‘আমাদের দীর্ঘদিনের পরিশ্রম সফল হতে চলেছে। এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের দিন। আশা করি, ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে অবদান রাখবে।’