নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অর্থ দেওয়া হয়। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় দেওয়া হয়েছে ৫ লাখ টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রোগী কল্যাণ সমিতিতে ওই অর্থ দেওয়া হয়।
গত সোমবার এসব অর্থ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সুপ্রিম কোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সচিব এ এইচ এম তোয়াহা।
এ এইচ এম তোয়াহা বলেন, ‘সোনালী ও জনতা ব্যাংকের মাধ্যমে অনুদানের এসব অর্থ দেওয়া হয়েছে।’ মাজার কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সম্মতিক্রমে অনুমোদন প্রদান করা হয় বলেও জানান তিনি।
এর আগে, সুপ্রিম কোর্ট মাজার মসজিদের সভাপতি আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হকের সভাপতিত্বে গত ২৭ আগস্ট সভায় অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।