ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বিএনপির শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
এ বিষয়ে জানতে চাইলে মো. শামসুদ্দিন মিয়া ঝুনু আজকের পত্রিকাকে বলেন, বোয়ালমারী থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রায় কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালীর দিঘলিয়া বাজার এলাকায় গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বহন করা মাইক্রোবাসটি ভাঙচুর করে।
তবে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ও আমার কোনো সমর্থক এ হামলার সঙ্গে জড়িত নই। বিএনএমের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।’