হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিএনপির শোভাযাত্রায় হামলা, গাড়ি ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বিএনপির শান্তি মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

এ বিষয়ে জানতে চাইলে মো. শামসুদ্দিন মিয়া ঝুনু আজকের পত্রিকাকে বলেন, বোয়ালমারী থেকে শুরু হওয়া শান্তি শোভাযাত্রায় কয়েক শ মোটরসাইকেল ও মাইক্রোবাস বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালীর দিঘলিয়া বাজার এলাকায় গেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বহন করা মাইক্রোবাসটি ভাঙচুর করে।

শামসুদ্দিন মিয়া ঝুনু আরও বলেন, হামলায় তাঁর অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই হামলার জন্য তিনি নিজ দলীয় প্রতিপক্ষ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকদের দোষারোপ করেন।

তবে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি ও আমার কোনো সমর্থক এ হামলার সঙ্গে জড়িত নই। বিএনএমের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।’

দিপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে জাতীয় শ্রমিক শক্তি বিক্ষোভ সমাবেশ

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য