হোম > সারা দেশ > শরীয়তপুর

দেনা-পাওনা নিয়ে বিতর্কের জেরে হত্যা, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শরীয়তপুরের সখিপুরের অটোরিকশাচালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকাপয়সার লেনদেন নিয়ে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাতাহাতির জেরে গত ১৩ ডিসেম্বর হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করেন আরিফসহ তাঁর সহযোগীরা।

ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে হত্যায় জড়িত তিনজনকে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, পারভেজ বেপারী, সজিব বেপারী।

আজ শুক্রবার রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, অটোরিকশাচালক হাবিবুরের সঙ্গে আরিফের টাকাপয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আরিফ ১৩ ডিসেম্বর সকালে তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এতে গুরুতর জখম হন হাবিবুর।

পরে স্থানীয় একটি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই জসিম মাদবর সাতজনের নামসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, আরিফ সখিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাত। পারভেজ এবং সজিব বেপারী দুই ভাই। তাঁরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের সখিপুর থানায় পাঠানো হয়েছে।

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের ৪ দিনের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা