হোম > সারা দেশ > ঢাকা

সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুলের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের সম্পদের তথ্য চেয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষসহ বিভিন্ন অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

সূত্রটি জানায়, দুদকের পাঠানো ওই চিঠিতে তাজুল ইসলাম, তাঁর স্ত্রী-সন্তান ও তাঁর ওপর নির্ভরশীলদের তথ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুদকের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলা হয়েছে। 

দুদকের অভিযোগ থেকে জানা যায়, আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার করে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম শত শত কোটি টাকার মালিক হয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে হলফ নামায় তিনি যে সম্পদ থাকার ঘোষণা দেন, তাতে দেখা যায় ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত তার সম্পদ বেড়েছ ২৪২ গুণ। 

এর আগে গত ২৯ আগস্ট তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী-সন্তানের ব্যাংক হিসাব তলব করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁর পরিবারের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংকে পরিচালিত হিসাব ও অন্যান্য তথ্যও পাঠাতে নির্দেশ দেয়। 

এরপর বিএফআইইউ থেকে ২ সেপ্টেম্বর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাজুলের ব্যাংক হিসাব অবরোধের নির্দেশ দেয়। তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে, সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। 

সরকারের সাবেক মন্ত্রী, এমপিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তাঁদের বহুগুণ সম্পদ বেড়ে যাওয়া তথ্যসংবলিত একটি অভিযোগ দুদক চেয়ারম্যানের কাছে দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ আগস্ট সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুলসহ ১৮ মন্ত্রী প্রতিমন্ত্রীসহ ৪১ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন