Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতের সংঘর্ষে আহত ২৭ জন

অনলাইন ডেস্ক

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতের সংঘর্ষে আহত ২৭ জন
রাতে ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাতের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক ও পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য জানিয়ে আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের ঘটনায় মধ্যরাত পর্যন্ত একে একে আহতেরা হাসপাতালে আসেন। তবে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে অধিকাংশই চলে গেছেন। ২৭ জনের মতো ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি রাখা হয়েছে। তাদের তিনজনেরই মাথায় আঘাত রয়েছে।

ভর্তি হওয়া আহত তিন শিক্ষার্থী হলেন—উজ্জ্বল (৩২), সাইদ মুন্সি (২৪) রাকিব (২২)।

রাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিপন চৌধুরী (২১), ইরফান (২০), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয় (২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ (২০), উজ্জ্বল (২৫), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪)। ঢাকা কলেজের ছাত্র ইব্রাহিম (২৩), রিশাদ (২৩) ও রাকিব (২৪)। এ ছাড়া আহত হয়েছেন বাংলাদেশ টাইমসের সাংবাদিক তোফায়েল আহমেদ ও পথচারী উজ্জ্বল (৩২)।

এ দিকে রাতেই আহত হয়ে ধানমন্ডিতে পপুলার হাসপাতালে অন্তত ৭ জন চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের মোট কতজন আহত হয়েছে তা সঠিক জানা নেই। তবে রাতে পপুলার হাসপাতালে ৭ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছে।’

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন পথচারীসহ শিক্ষার্থীরা।

শ্মশান ঘাটের মাটি বিক্রি করছিলেন নেতা, ভরাট করে দিল বিএনপি

কদমতলীতে গ্যাস-সংকট নিরসনের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে: উপদেষ্টা ফরিদা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরে ১৩ গ্রামে ইফতার

বোমা হামলা নয়, এসি বিস্ফোরণ: ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখপ্রকাশ

মহিলা জজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ম্যাটস ও ডিএমএফ পাস করাদের দাবির বিরুদ্ধে মেডিকেল শিক্ষার্থীদের সমাবেশ

মুন্সিগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দিনাজপুরে মাজারে বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ

ঢাকা-মাওয়া সড়কের জুরাইনে ২৫০ হকার উচ্ছেদ