উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে নামাজের জন্য ট্যাংকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তুরাগের সাহেব আলী মাদ্রাসা সংলগ্ন অপাল ইন্টারন্যাশনাল নামের একটি অস্থায়ী মেসে ফজর নামাজের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দক্ষিণ তেগরি গ্রামের আজমত শেখ ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে। তুরাগে ওই মেসটিতে থাকতেন তিনি।
ওই মেসের অন্য সদস্যরা আজকের পত্রিকাকে জানান, ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে নামাজের জন্য বের হন কামরুল। ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে মোটর চালু করতে যান। বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান। পরে মেসের অন্য সদস্যরা তাঁকে তুরাগের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘সাহেব আলী মাদ্রাসা এলাকার একটি মেসে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
মৃত্যুর কারণ জানতে চাইলে ওসি মোস্তফা আনোয়ার বলেন, ‘কীভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। সুরতহাল রিপোর্টে শরীরের কোথাও কোনো আঘাত বা ঝলসে যাওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি।’