Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় দায়ের করা মামলায় মডেল ও সাবেক উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মোরশেদ আলম এই অভিযোগ গঠন করেন। আইনজীবীরা বলেছেন, অভিযোগ গঠনের মধ্য দিয়ে পিয়াসার বিচার শুরু হলো।

মডেল পিয়াসা বর্তমানে জামিনে আছেন। তবে আদালতে হাজির ছিলেন তিনি। বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর পিয়াসা নিজেকে নির্দোষ দাবি করেন। আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে একটি আবেদন করেন তিনি। পিয়াসার আইনজীবী ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদালত অব্যাহতির আবেদন খারিজ করে দেন। পরে অভিযোগ গঠন করে আগামী ১৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। 

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. আব্দুল লতিফ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, পিয়াসার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং অপরাধের বিচারের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হলো। 

এর আগে ২০২১ সালের ১ আগস্ট, পুলিশের গোয়েন্দা বিভাগ পিয়াসাকে তাঁর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় পিয়াসার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। পরে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। পরদিন মামলায় তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে পিয়াসার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৫ আগস্ট নগরীর ভাটারা এলাকা থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবাও জব্দ করেন গোয়েন্দারা।  

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ

ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নারীদের সমাবেশ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি